November 30, 2024
জাতীয়

বাঘাইছড়ি হত্যাকাণ্ডে মামলা আসামি অজ্ঞাত ৫০ জন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাঘাইছড়িতে সাত নির্বাচনকর্মী হত্যার ঘটনায় দুইদিন পর মামলা করেছে পুলিশ। বাঘাইছড়ি থানার ওসি মঞ্জুর আলম জানান, বুধবার রাতে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আক্তার আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাঘাইছড়ি থানায় করা এ মামলায় অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয় বলে ওসি মঞ্জুর জানান। সোমবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর ব্রাশ ফায়ারে সাতজন নিহত হন।

এর পরদিন বিলাইছড়ি উপজেলায় আরেকটি হামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে একদল বন্দুকধারী। এ ঘটনায় এখনও মামলা হয়নি। এ দুই হত্যাকাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *