December 23, 2024
আঞ্চলিক

বাগেরহাটে ৯৯৯ এর প্রচারণায় র‌্যালী

বাগেরহাট প্রতিনিধি
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ৯৯৯-এর সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে সচেতনতামূলক র‌্যালী করেছে বাগেরহাট জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইন থেকে র‌্যালীটি শুরু হয়ে দশানী ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ড, সাধনার মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে এসে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাট ফায়ার সার্ভিস,স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগ অংশ নেয়। ৯৯৯ লেখা সম্বলিত পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স র‌্যালীতে অংশগ্রহণ করে।
সচেতনতামূলক এ র‌্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহদাত হোসেন, মোংলা সার্কেল খায়রুল আলম, ফকিরহাট সার্কেল মিজানুর রহমান, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন, ওসি ডিবি মোঃ রেজাউল করিম, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আল ফারুকসহ পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন।
বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, টোল ফ্রি (কোন প্রকার চার্জ ছাড়া) ৯৯৯ এ ফোন করলে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবে জনসাধারণ। এছাড়াও যেকোন ধরনের সমস্যায় ৯৯৯ এ ফোন করলে কাঙ্খিত সেবা নিতে পারবে জনগণ বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *