বাগেরহাটে ৭০০ ইয়াবাসহ যুবক আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটের কাটাখালী থানার ওসি রবিউল ইসলাম জানান, দুপুরে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মো. মনির হোসেন (৩৭) ভোলা জেলার সদর উপজেলার উত্তর দিঘদী গ্রামের আব্দুর রবের ছেলে।
ওসি বলেন, খুলনা থেকে ফাল্গুনী পরিবহনের বাসে করে মাদকের একটি চালান ঢাকায় যাওয়ার খবরে পুলিশ সদস্যরা নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।
পরে বাস থামিয়ে যাত্রীদের তল্লাশি করার সময় মনিরের প্যান্টের পকেট থেকে ৭০০ ইয়াবা পাওয়া যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, মনির ইয়াবার ওই চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে স্বীকার করেছে।তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।