বাগেরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটের শরণখোলা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শরণখোলা থানার ওসি মো. মফিজুর রহমান শেখ জানান, বৃহস্পতিবার রাতে খুলনার সোনাডাঙা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূরুল আমিন চৌকিদার (৩৪) শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল চৌকিদারের ছেলে। নূরুল তার স্ত্রীকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি মফিজুর বলেন, প্রায় আট বছর আগে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে লাকি বেগমকে বিয়ে করেন নূরুল। বৃহস্পতিবার ভোরের দিকে নূরুল তার স্ত্রীকে পিটিয়ে ফেলে রেখে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান। স্ত্রী লাকির গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত পাওয়া গেছে।