বাগেরহাটে সাংবাদিকদের সাথে নাটাবের মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি
যক্ষা খুঁজব ঘরে ঘরে, করব সুস্থ্য চিকিৎসা করে এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কার্যালয়ে জেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ওই মত বিনিময় সভার আয়োজন করে। বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কারও কাঁশি দুই সপ্তাহের অধিক হয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা করতে হবে। সরকার এই চিকিৎসা বিনামূল্যে করে থাকে। তাই এই যক্ষা রোগকে অবহেলা না করে চিকিৎসা করুণ। যক্ষা রোগ বিষয়ে জনগনকে আরও বেশি সচেতন হতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
নাটাবের জেলা সম্পাদক এফ এম মোস্তাফিজুল হকের সভাপতিত্বে মতবিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন ডা. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ম্যাটসের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাটাবের সদস্য কাজী গোলাম মোস্তফা লাবলু।