বাগেরহাটে শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও স¤প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বাগেরহাট সরকারী পিসি কলেজের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স¤প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এতে সভাপতিত্ব করেন সরকারী পিসি কলেজের অধ্যক্ষ মোঃ সাখিলুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলি শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক বিমান বড়ূয়া, সাবেক জগন্নাথ হল সভাপতি মিহির কান্তি ঘোষাল, প্রামান্য চিত্রপরিচালক আবু সাইফ আহম্মেদ, সাবেক ছাত্র নেতা তাপস হালদার প্রমুখ।
মতবিনিময় ও আলোচনা সভায় সরকারী পিসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।