বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জন মাদকসেবী ও মাদক বিক্রেতা কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা করা হয়েছে। আটকৃতদের আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।