বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ৫ আ’লীগ প্রার্থী
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটে বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ প্রার্থী। তারা হলেন সদর উপজেলায় জেলা যুবলীগের আহŸায়ক সরদার নাসির উদ্দীন, কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান, রামপালে যুবলীগ নেতা শেখ মোয়াজ্জেম হোসেন, মংলায় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. তাহের হাওলাদার ও শরণখোলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন আকন। তাদের মধ্যে মাহফুজুর রহমান ও কামাল উদ্দীন আকন এর আগেও দুইবার চেয়ারম্যান ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম বলেন, বুধবার যাচাই-বাছাই শেষে ওই পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় তারা নির্বাচিত হতে চলেছেন। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
তাছাড়া দুই ভাইস-চেয়ারম্যান প্রার্থীরও প্রতিদ্ব›দ্বী নেই বলে তিনি জানান। তারা হলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী তহুরা খানম।