December 23, 2024
আঞ্চলিক

বাগেরহাটে বাসচাপায় পথচারী নিহত, বাস আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় আশরাফ আলী শেখ (৮০) নামে পথচারি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারি পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আশরাফ আলী বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের প্রয়াত আফছার আলীর ছেলে।
বাগেরহাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কাটাখালী এলাকায় পৌছে পথচারি আশরাফ আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় তিনি অসাবধনতাবসত পায়ে হেঁটে রাস্তার পার হচ্ছিলেন। দূর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারি বাসটি ফেলে পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *