বাগেরহাটে পিকআপ-বাইক সংঘর্ষে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জেলার কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামবাগাত এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের কোতোয়ালি থানার কৃষ্ণবাটি এলাকার আলমগীর হোসেনের ছেলে তুহিন হোসেন (২৭) ও একই এলাকার আনারুল ইসলামের ছেলে তারেকুজ্জামান লিটন (২৯)।
ওসি রবিউল বলেন, মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি গরু বহনকারী পিকআপ। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পিকআপটি আটক করলেও চালককে ধরতে পারেনি।