বাগেরহাটে নিরাপদ খাদ্য দিবসে র্যালী ও আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শিল্পকলা একাডেমীতে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, কৃষি বিভাগের সহকারি পরিচালক অমিতাভ মন্ডল, জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ আরও অনেকে। বক্তারা নিরাপদ খাদ্য গ্রহনের প্রয়োজনিয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।