December 21, 2024
জাতীয়

বাগেরহাটে নাশকতা পরিকল্পনা, ৩ বিএনপি নেতা গ্রেপ্তার

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাগেরহাট সদর উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকা থেকে শনিবার গভীর রাতে তাদের আটক করা হয় বলে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম জানান।

এরা হলেন- বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী (৫৫), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক কাজী সেলিম (৫৬) এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)।

পরিদর্শক মঈনুল বলেন, লিয়াকত আলী ও কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল পচাদিঘীর পাড় এলাকায় গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছে খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়।বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *