বাগেরহাটে ধর্ষণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে মামলা, সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ধর্ষণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে জেলার রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রামপাল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও রামপাল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার মোঃ হামীম নূরী রামপাল উপজেলার শ্রিফলতলা এলাকার মোহাম্মাদ নূরীর ছেলে। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
জানা যায়, গোপালগঞ্জ এলাকার জনৈক নারীকে পুলিশের চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে অর্থ গ্রহণ ও ধর্ষণের অভিযোগে বাগেরহাটের ফকিরহাট থানায় ও বাগেরহাট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন নির্যাতিত ওই নারী। যার প্ররিপেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তুহিন হাওলাদার বলেন, ধর্ষণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে এক নারীর করা পৃথক দুটি মামলায় শনিবার রাতে রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামীম নূরীকে গ্রেফতার করা হয়েছে।