December 22, 2024
জাতীয়

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মাহিয়া (০৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের সামনে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার বাগেরহাটগামী একটি ট্রাকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়। মাহিয়া গোয়ালমাঠের জাকির হোসেনের মেয়ে।

জাকির হোসেন জানান, বরিশালের বাকেরগঞ্জের রঘুনাথপুর থেকে ফিরে বাস থেকে নেমে শিশু মাহিয়া মায়ের হাত ধরে গোয়ালমাঠের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রæতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিয়া মারা যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, গোয়ামাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় মাহিয়া নামে এক শিশু নিহত হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *