January 10, 2025
আঞ্চলিক

বাগেরহাটে গণতন্ত্র হত্যা দিবসে খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবসে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। গতকাল সোমবার দুপুরে সরুস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সবাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদ আলী রবি, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোস্তফা রহমান মোজা, সেলিম ভুইয়া, শাহিন খান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।

এদিকে একই দাবিতে বাগেরহাট শহরের হোটেল ক্যাসেল আশারা মিলনায়তনে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে ও জেলা যুবদলের সভাপতি মো. হুরুন আল রশিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। এসময় আরও বক্তব্য দেন,  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা প্রমুখ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, সে দিন গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি নিজেদের গদি ঠিক রাখতে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রিয় নেত্রীকে মুক্তি করে ছাড়বে। জাতীয়তাবাদী শক্তি একত্ববদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে অংশ নিবে। গণ আন্দোলনের মুখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *