বাগেরহাটে ঐতিহ্যবাহী সিমাই পিঠা ও হাঁসের মাংসের উৎসব পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ইংরেজী নববর্ষ-২০২০ উপলক্ষে ঐতিহ্যবাহী সিমাই পিঠা ও হাঁসের মাংসের উৎসব পালিত হয়েছে। গতকাল রাতে চাচা আব্দুর রাজ্জাক মোল্লা ও তার ভাতিজা লাভরু মোল্লার উদ্যোগে বাগেরহাট শহরতলী চর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট শহরসহ বিভিন্ন উপজেলার প্রায় সহ¯্রাধিক আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহন করেন। প্রায় ৩০টি ঢেঁকি কল ও সেমাই কল দিয়ে প্রায় শতাধিক নারী পুরুষ সম্মিলিত হয়ে সিমাই পিঠা ও হাঁসের মাংস তৈরী করেন। এ উৎসবের খবর পূর্ব থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে প্রায় দুই শতাধিক শিশু কিশোর দলবদ্ধ হয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইব্রাহীম মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মুক্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, বিশ^জিৎ সরকার, জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা মোঃ রুহুল আমিন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা নাছিমুল আহসান (সাথি), সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহমেদ মনি, সাধারণ সম্পাদক মোঃ মুকুল মল্লিক প্রমুখ।