December 29, 2024
আঞ্চলিক

বাগেরহাটে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১২১

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১‘শ ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে এসএসসি ২৯, দাখিল ৭১ এবং ভকেশনাল ২১। জেলার ৯ উপজেলায় ৪৭ টি কেন্দ্রে ১৭ হাজার ৬‘শ ১২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার কথা ছিল।
গতকাল শনিবার সকাল থেকে পরীক্ষা শুরু হয়। প্রতিটি কেন্দ্রের সামনে অবিভাবকদের ভীড় ছিল চোখে পড়ার মত। এদিকে নকল মুক্ত ও সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম বলেন, জেলার ৯টি উপজেলায় মোট ৪৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এতে মোট ১৭ হাজার ৬‘শ ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু অনাকাঙ্খিতভাবে ১‘শ ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি। জেলার কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *