বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইজিবাইকের ধাক্কায় নয়ন খলিফা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড়পরি ওয়াবদা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন বড়পরি গ্রামের নির্মাণ শ্রমিক হেলাল খলিফার ছেলে এবং পথেরহাট সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক নয়নকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ঠাকুর দাশ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইজিবাইক ও চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।