January 22, 2025
আঞ্চলিক

বাগেরহাটে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে  আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার বেলা ১১টায় হাড়িখালিস্থ তার নিজ বাড়ির সামনের রাস্তায় বসে প্রতিপক্ষরা তার উপ হামলা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হাবিবুর রহমান হাড়িখালি গ্রামের আব্দুর ছত্তার শেখের ছেলে এবং বাগেরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ হাবিবুর রহমান জানান, বাইরের কাজ সেরে মটরসাইকেল যোগে ১১টার দিকে বাড়িতে আসি। বাড়ির সামনে পৌছালে রেজাউল ইসলাম ও রাজার নেতৃত্বে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন  আমার উপর হামলা করে। উপর্যুপরী আমার হাত ও পায়ে কোপায়। একপর্যায়ে আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *