April 20, 2025
আঞ্চলিক

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই।

শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে উপজেলার বাধাল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে নতুন তোলা বসত ঘর ও মালামাল পুড়ে প্রায় সাত/ আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। শুক্রবার দিবাগত মধ্য রাতে ঐ গ্রামের দিন মজুর মাছুম বিশ্বাসের বসত ঘরে আগুন লেগে যায়। রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ড ঘটতে পাড়ে বলে ধারনা করা হচ্ছে। যার কারনে খুব কম সময়ের মধ্যে ঘরটি সম্পূর্ন পুড়ে যায়।

শরণখোলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

শরণখোলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ ফিরোজ আলী জানান, আমরা রাত তিনটার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই, ঘর ও মালামাল অনেকটাই পুড়ে যায়। এলাকাবাসীর সহায়তায় আমরা আগুন সম্পূর্ন নিয়ন্ত্রন করি। তবে ঠিক সময়ে খবর পেলে হয়ত ক্ষয়ক্ষতি আরো কম হতে পারতো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *