বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের ভেতরে দুটি রকেট হামলা হয়েছে যার একটি মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।
বুধবারের এ রকেট হামলায় কেউ হতাহত হয়নি বলে ইরাকের সামরিক বাহিনী বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরাক সরকারের বিভিন্ন দপ্তর, বাসভবন ও বিদেশি দূতাবাসগুলোর অবস্থান বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে।
রকেট হামলার সময় গ্রিন জোনের ভেতরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দুটি রকেটের মধ্যে অন্তত একটি মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে আঘাত হানে বলে রয়টার্সকে জানিয়েছে ইরাকি পুলিশের সূত্রগুলো।
এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলেছে, “দুটি কাতিউশা রকেট গ্রিন জোনের ভেতরে এসে পড়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি।”
রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, সাইরেন বাজার পরপরই বাগদাদে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।
গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানি নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন বাহিনীর দুটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
পাল্টাপাল্টি এসব ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।