বাকেশি সোনালী ব্যাংক শাখায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড
খানজাহান আলী থানা প্রতিনিধি
বাদামতলাস্থ বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ষ্টোর রুমে গতকাল রবিবার ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ব্যাংকের স্টোর রুমের ডকুমেন্টারী ভাউচার, পুরাতন কম্পিউটার, আসবাপত্র, বৈদ্যুতিক লাইন পুড়েগেছে। দৌলতপুর থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যাংকের ম্যানেজার ফিরোজ হাসান (এসপিও) জানান, ফ্যাক্টরীর নিরাপত্তা কর্মকর্তা কামরুল হাসান রাত সোয়া ৪টায় ফোনে জানান ব্যাংকের ষ্টোর রুমে আগুন লেগেছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত সাড়ে ৪টায় দৌলতপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে পোনে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে ব্যাংকের প্রতিদিনের লেনদেনের পুরাতন ভাউচার, পুরাতন কম্পিউটার, আসবাপত্র, বৈদুতিক লাইন, কিছু ভাউচার পুড়ে যায়। তিনি জানান ব্যাংকের লেনদেন দ্রæত স্বাভাবিক করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। দৌলতপুর থানা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাসুদ পারভেজ জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে বৈদুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান তিনি তাৎক্ষনিক ভাবে জানাতে পারিনি।
এদিকে অগ্নিকান্ডের খরব শুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যাংকের ডিজিএম শহিদুল আলম, কেজিএম মোঃ মনিরুজ্জামান, বিধান চন্দ্র ভট্টাচার্য, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগন।