বাংলিশ ভাষা ছাড়ো
সাঈদুর রহমান লিটন
বাংলিশ ভাষা বলছো যারা
তাদের বলি ভাই,
বাংলার চেয়ে মধুর ভাষা
এই ভূবনে নাই।
মাঝে মাঝে ইংলিশ বলে
ভাবটা করো এমন,
বাপের বংশ পায়ে ঠেলে
নিজের ভাবো বামন।
দুই ভাষাতে বলতে গিয়ে
লজ্জা জড়সড়,
নিজের বাপকে ছোট করে
পরকে করো বড়।
বাংলার মাঝে ইংলিশ বলে
বাংলা করো খাটো,
নিজের খাবার ফেলে দিয়ে
পরের প্লেট চাটো।
বাংলিশ ভাষা ছেড়ে দিয়ে
আসল চেপে ধরো,
বাংলা হলো মায়ের ভাষা
বাংলাই হলো বড়।