বাংলা নববর্ষে আ’লীগের কর্মসূচি
বাঙালির ঐতিহ্য বর্ষবরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আকারে উদযাপন করবে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। সকাল ৮টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে নববর্ষের শুভ স‚চনা করা হবে। র্যালি শেষে দলীয় কার্যালয় নববর্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয় আলোকসজ্জা করা হবে।
ঐ সকল অনুষ্ঠানে মহানগর, জেলা, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে মিছিল সহকারে ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ সকাল আটটার মধ্যে দলীয় কার্যালয় উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।