বাংলা একাডেমি পুরস্কার গ্রহণ করলেন খুবি’র ট্রেজারার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার গ্রহণ করেছেন। শনিবার সকাল সাড়ে দশটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমির সভাপতি সামসুজ্জামান খান এবং মহাপরিচালক মোঃ হাবিবুল্লাহ সিরাজির হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এই পদক প্রাপ্তির জন্য প্রফেসর সাধন রঞ্জন ঘোষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ