November 22, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

বাংলাবাজার ঘাট পরিদর্শনে আ.লীগের প্রতিনিধিদল

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯ টার দিক প্রতিনিধি দলটি স্পিডবোট যোগে এসে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধি দলটিতে ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইকবাল হোসেন অপু এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এসএম কামাল হোসেন।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের  জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেলসহ এসএসএফ, জেলা প্রশাসন, পুলিশসহ একাধিক সংস্থার কর্মকর্তারা।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু আমাদের অঞ্চলের অর্থনৈতিক মুক্তির সেতু। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এর ফলে দুটি সমুদ্র বন্দর মোংলা ও পায়রা বন্দরে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপিত হবে। এছাড়া স্থলবন্দর বেনাপোলের মাধ্যমেও অর্থনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হবে।’

তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থার সঙ্গে রেললাইনও যুক্ত থাকায় কি পরিমাণ অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হতে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে। পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু তাই এর জনসভাও হবে ঐতিহাসিক।’

আফম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মার পাড় এবং আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষের অংশগ্রহণে জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে। উৎসবের এই সভায়  জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে উন্নয়ন অগ্রগতির কথা স্মরণ করিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এই সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ঐতিহাসিক জনসভায় ১০ লাখ মানুষ অংশ নেবেন বলে আশা করছি।’

তিনি আরো বলেন, ‘জনসভার পর ফানুস উড়ানো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো অনুষ্ঠানসূচী আয়োজন করা হবে। এর সার্বিক দায়িত্ব স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর। সহযোগিতা করবেন মীর্জা আজম এমপি।’

এক প্রশ্নের উত্তরে আফম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নেই। তারা যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে চায় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মতান্ত্রিক ভাবে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *