বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান
পাইকগাছা প্রতিনিধি
বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাখার আওতায় কর্মরত স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা বিভিন্ন দাবী আদায়ের লক্ষে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক কাজল কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ তুষার সরকার, উপদেষ্টা আমিনুল হক, নূর আলী মোড়ল, মীর আব্দুস সেলিম ও সন্তোষ কুমার গাইন।