বাংলাদেশ শিশু একাডেমি খুলনায় প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
তথ্য বিবরণী
বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা শাখায় ২০২০ শিক্ষাবর্ষে সঙ্গীত, নৃত্য, কবিতা ও নৃত্যবিষয়ক প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থী, শিশু সংগঠনের সদস্য ও অভিভাবকদের কাছ থেকে খুলনা শিশু একাডেমি আবেদনপত্র আহŸান করেছে।
আবেদনপত্র ও ভর্তি প্রক্রিয়া আগামী ২৪ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ (মঙ্গলবার) বিকাল পাঁচটা পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কোর্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১৪ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনপত্রের সাথে এক কপি পার্সপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে। প্রশিক্ষণের জন্য বিষয়ভিত্তিক ভর্তি ফি, বার্ষিক বেতন ইত্যাদি শিশু একাডেমির লাইব্রেরি শাখায় জমা দিয়ে প্রাপ্তি রশিদ সংগ্রহ করা যাবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের একাডেমির নির্ধারিত পোশাক পরিধান করে প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত হতে হবে। বাংলাদেশ শিশু একাডেমি খুলনার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।