বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর সবচে’ রক্তাক্ত ভূমিতে পরিণত হয়েছে : মঞ্জু
নগর ও জেলা বিএনপির গণ-অবস্থান কর্মসূচি পালন
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর সবচে’ রক্তাক্ত ভূমিতে পরিণত হয়েছে। সরকারে পদলেহী মানসিকতার কারণে দক্ষিণ এশিয়ার ভয়ঙ্কর বধ্যভূমিতে রুপান্তিত হয়েছে। পরিসংখ্যনে দেখা গেছে সরকারের তিন মেয়াদে ১২ বছরে ৫৫০ জন বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ। চলতি বছরে সীমান্তে খুন হয়েছে ৪৫ জন বাংলাদেশী। অথচ সরকার নির্বিকার, কোন বাংলাদেশী হত্যাকান্ডের স্বীকার হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কেবলমাত্র পতাকা বৈঠক করে ভারতীয়দের অনুগ্রহে মৃতব্যক্তির লাশ গ্রহন ছাড়া আর কোন কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা হারিয়ে ফেলেছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে ভারত সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় এবং কিমিয়া শাহাদাতের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, অধ্যা. ডা. গাজী আব্দুল হক. শেখ মুশাররফ হোসেন, এড. বজলুর রহমান, অধ্যক্ষ. তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, মুজিবুর রহমান, চৌ. নাজমুল হুদা সাগর, শরিফুল ইসলাম বাবু, আবু সাঈদ শেখ। উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, স ম আব্দুর রহমান, রেহেনা ঈসা, শেখ আব্দুর রশিদ, এড. মাসুম রশিদ, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, শাহিনুল ইসলাম পাখি, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, শেখ সাদী, এড. গোলাম মাওলা, মোহাম্মাদ শাহজাহান, নিজাম উর রহমান লালু, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, শামসুজ্জামান চঞ্চল, আনিসুর রহমান আনিছ, জাফরী নেওয়াজ চন্দন, ডা. আকরামুজ্জামান, কামরান আহসান, ম শ আলম, নাজির উদ্দীন নান্নু, বদরুল আনাম খান, শেখ জামিরুল ইসলাম, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান মনি, আশরাফ হোসেন, কাজী আব্দুল লতিফ, ইসহাক তালুকদার, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দীন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দীন টারজান, জসিম উদ্দীন লাবু,ওহেদুর রহমান দিপু, মোল্লা ফরিদ আহমেদ, আসলাম হোসেন, নাসির খান, আ: রহমান, বাবু মোড়ল, কাজী মাহমুদ আলী, মোস্তফা কামাল, সাইমুল ইসলাম রাজ্জাক, মোহাম্মাদ আলী, তৌহিদুর রহমান খোকন, ফরিদ উদ্দীন মালিক, সিদ্দিকুর রহমান, দ্বীন মোহাম্মাদ, সামসুল বারী পান্না, তারভীরুল আজম রুম্মন, আরজু খান, হুমায়ুন কবির, লিটু পাটোয়ারি, এড. সত্য গোপাল ঘোষ, মাও. আব্দুল গফ্ফার, এড. রফিকুল ইসলাম প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ