December 21, 2024
জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে কাজ করবেন শ্রিংলা

দক্ষিণাঞ্চল ডেস্ক

ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী জানুয়ারি মাসে তার দায়িত্বভার গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের প্রথম থেকেই তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক মজবুত করার ওপর গুরুত্ব দেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

গতকাল রবিবার প্রকাশিত ভারতের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিজেপি সরকারের গৃহীত নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির কারণে ধাক্কা লেগেছে ভারত-বাংলাদেশের সম্পর্কে।

আগামী ২৯ জানুয়ারি বিজয় গোখলে অবসরের পর দায়িত্ব নেবেন শ্রিংলা। ২০১৬-১৯ মেয়াদে শ্রিংলা বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সাথে সুসস্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *