December 21, 2024
জাতীয়

বাংলাদেশ-ভারত অর্থায়নে খনন হবে ৪৭০ কিলোমিটার নৌপথ

দক্ষিণাঞ্চল ডেস্ক

নৌবাণিজ্য আরও গতিশীল ও কার্যকর করতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরের জন্য একটি প্রোটোকলের সংশোধনীতে অনুমোদন দিয়েছে সরকার। সংশোধিত প্রটোকল অনুযায়ী, দুই দেশের যৌথ অর্থায়নে সিরাজগঞ্জ থেকে দৈ খাওয়া পর্যন্ত ১৭৫ কিলোমিটার এবং আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত ২৯৫ কিলোমিটার নৌপথ খনন ও রক্ষণাবেক্ষণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌবাণিজ্য বৃদ্ধি এবং উভয় দেশের সম্মতিতে বাংলাদেশের পানগাঁও ও ভারতের ধুবড়িকে পোর্ট অব কল হিসেবে নৌ-রুটে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুই দেশের মধ্যে নৌবাণিজ্য আরও গতিশীল ও কার্যকর করার জন্য নতুন কয়েকটি পোর্ট অব কল ঘোষণা ছাড়াও নতুন প্রোটোকল রুট সংযোজন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আনোয়ারুল জানান, প্রকৃতপক্ষে ভারত এই নৌরুটটি বাণিজ্যিকভাবে ব্যবহার করে। তাই খনন ও রক্ষণাবেক্ষণে ভারত ৮০ শতাংশ এবং বাংলাদেশ ২০ শতাংশ খরচ দেবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *