December 22, 2024
আঞ্চলিক

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মহানগর শাখার কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সম্মেলন শুক্রবার দোলখোলাস্থ শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহŸায়ক শ্রী দীপক কুমার রায় এবং সঞ্চালনা করেন শ্রীপার্থ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্র শিরোমণি শ্রীবিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শ্রীজয়শঙ্কর চক্রবর্তী, বিভাগীয় প্রচার সম্পাদক শ্রীতরুণ আচার্য্য, জেলা কমিটির সভাপতি শ্রীগোপাল চন্দ্র মুখার্জী, সাধারণ সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য তাপস ভট্টাচার্য্য। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত অধ্যাপক সুশান্ত সরকার, সুনীল চক্রবর্তী, তপন ব্যানার্জী, অশোক মুখার্জী, বিধান মুখার্জীসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন সভায় সর্বসম্মতিক্রমে রণজিৎ মুখোপাধ্যায়কে সভাপতি, সুরেশ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও পঙ্কজ চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর কার্যকরী কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী গঠিত হয়। সভায় ৬টি থানা কমিটির সভাপতি ও সম্পাদককে পরিচয় করে দেয়া হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *