January 21, 2025
খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যাক্ত

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে শেষ ম্যাচ টসই না হওয়ায় বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশই করলো পাকিস্তান।

গতকাল সোমবার পাকিস্তান সময় দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে (দুপুর দেড়টা) টসই করা সম্ভব হয়নি সিরিজের শেষ ম্যাচটিতে। টানা বৃষ্টির কারণে অনিশ্চয়তার মুখে পড়ে ম্যাচটি।

ঠিক করা হয়, পাকিস্তান সময় বিকেল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০) পর্যন্ত অপেক্ষা করা হবে বৃষ্টি থামার। এর মধ্যে বৃষ্টি কমলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ মাঠে গড়াবে। অন্যথায় পরিত্যক্ত ঘোষণা করা হবে সিরিজের শেষ ম্যাচ।

কিন্তু বৃষ্টি কমার কোনও সম্ভাবনা না দেখা যাওয়ায় কাটআউট টাইমের ৩৫ মিনিট আগেই পাকিস্তান সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে জানিয়ে দেয়া হয় ম্যাচ আর মাঠে গড়ানো সম্ভব নয়। ফলে একটি বলও মাঠে গড়াতে না দিয়ে জয় হয়েছে বৃষ্টির। এতে অবশ্য কোনো অসুবিধা হয়নি পাকিস্তানের। কেননা তারা আগেই দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *