November 29, 2024
খেলাধুলা

বাংলাদেশের সঙ্গে গোপন চুক্তি করেছে পাকিস্তান, দাবি শোয়েবের

 

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সফর হবে তিন ধাপে। কিন্তু এই সফরে রাজি করাতে গিয়ে বাংলাদেশের সঙ্গে গোপন চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এমনটাই দাবি করেছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় শোয়েব আখতার দাবি করেছেন, বাংলাদেশের সফর নিশ্চিতের জন্য এশিয়া কাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। আর এখন এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ!

শোয়েব আখতারের মন্তব্য এমন সময়ে এলো যখন কিনা তিন ধাপে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে পিসিবি’র সঙ্গে সমঝোতায় রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বোর্ডের আলোচনায় প্রথম ধাপে তিনটি টি-টোয়েন্টি, দ্বিতীয় ধাপে একটি টেস্ট, তৃতীয় ধাপে দ্বিতীয় টেস্ট আর একমাত্র ওয়ানডে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মনে করেন, বিসিবি কোনো ‘অদৃশ্য’ চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘দেশে (পাকিস্তান) আন্তর্জাতিক ক্রিকেট ফেরানর জন্য পিসিবি যে চেষ্টা করছে তাতে তাদের ধন্যবাদ প্রাপ্য। আমি সবাইকে বলব বাংলাদেশ নিয়ে বাজে কথা না বলতে। তারা এটা করেছে কোনো অদৃশ্য চাপের কারণে। আমি প্রকাশ্যে এই চাপ নিয়ে বলতে পারছি না। বিসিবিকে অনেক রাজনৈতিক পরিস্থিতি ও অনেক চাপ সামলাতে হয়েছে।’

এদিকে এই সফরের জন্য বাংলাদেশের কাছে ২০২০ এশিয়া কাপের আয়োজক সুযোগ হাতছাড়া করা নিয়ে শোয়েব আখতার বলেন, ‘বাংলাদেশের সফরের জন্য এশিয়া কাপ আয়োজনের সুযোগ ছেড়ে দেওয়া আমার কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বহু গুঞ্জন শোনা গেছে। অনেকের ধারণা, বাংলাদেশ যা চেয়েছে তাই হয়েছে। অন্যদের দাবি, পাকিস্তান সফরের বিনিময়ে এশিয়া কাপের আয়োজক হওয়ার অধিকার আদায় করে নিয়েছে। গোপন চুক্তির ফলে পাকিস্তানের জায়গায় এখন বাংলাদেশেই আয়োজিত হবে এশিয়া কাপ।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ জানুয়ারি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ২৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ হবে লাহোরে। এরপর ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে একমাত্র টেস্ট। তৃতীয় ধাপে ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল মাঠে গড়াবে শেষ টেস্ট ম্যাচ।

সফরকে তিন ধাপে ভাগ করার পেছনের কারণ হিসেবে শোয়েব আখতার বলেন, ‘পাকিস্তান অনেক নিরাপদ দেশ। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত। অনেক ক্রিকেটার এখানকার নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছে। কিন্তু এভাবে ভেঙে ভেঙে সফর আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। যদিও তাদের (বাংলাদেশ) এখানে সফরে আসাটা ইতিবাচক, কিন্তু এভাবে ধাপে ধাপে সফরে আসায় বাকি বিশ্বের কাছে সঠিক বার্তা পৌঁছাবে না।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *