October 30, 2024
খেলাধুলা

বাংলাদেশের মানুষের জন্য ফুটবল কোচের বার্তা

ক্রীড়া ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। চাপা আতঙ্ক দেশজুড়ে। সেটি স্পর্শ করেছে ছুটি কাটাতে ইংল্যান্ডে থাকা বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে ও সহকারী কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিসকে। দুজনেই এদেশের ফুটবল সমর্থক ও মানুষের জন্য বার্তা পাঠিয়েছেন। অনুরোধ করেছেন নির্দেশনা মেনে চলার।

বিশ্বকাপ বাছাইয়ে ২৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় ছুটি কাটাতে ইংল্যান্ডে চলে যান ডে ও ওয়াটকিস। করোনাভাইরাসের আতঙ্কে দেশেও তারা সময় কাটাচ্ছেন ঘরের মধ্যে। ইংল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপে দুজন যৌথ বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য।

প্রিয় বাংলাদেশের মানুষ, “স্টুয়ার্ট (ওয়াটকিস) এবং আমি এই দুঃসময়ে আমাদের সমর্থকদের জন্য কিছু বলার প্রয়োজন অনুভব করছি।”

“সামনের মাসগুলো হতে যাচ্ছে কঠিন পরীক্ষার সময়। জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই সময়টা কাটাতে হবে আমাদের। দয়া করে পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা মেনে সুস্থ এবং নিরাপদ থাকুন। করোনাভাইরাসের বিস্তার রোধে বিচক্ষণ পদক্ষেপ নিন এবং যারা ঝুঁকিতে আছে, তাদের রক্ষায় সাহায্য করুন।”

“সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষ একসঙ্গে প্রার্থনা করে এবং কাজ করে। এখন আমাদের ভিন্নভাবে একতা দেখাতে হবে, পরস্পরকে রক্ষা করতে হবে। এর মানে হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সময়ে একসঙ্গে কাজ করতে হবে পরস্পরের দূরে থাকতে – এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক দূরত্ব।”

“অসাধারণ এই দেশটির মানুষ আত্মশৃঙ্খলায় দারুণ দক্ষ এবং এখন এটার চর্চা করতে হবে ভিন্ন কারণে। আমার বিশ্বাস, আপনারা পারবেন।” “আমাদের জাতীয় দলের খেলা আপাতত থমকে গেছে। কিন্তু যখন ফেরার সময় হবে, আমি আবারও দলকে গর্বের সঙ্গে সামনে এগিয়ে নেব।”

“এই কঠিন সময়ে আপনাদের জন্য আমাদের ভালোবাসা ও শুভ কামনা থাকল যেন সবাই শক্ত থাকতে পারেন। আমাদের প্রার্থনায় বাংলাদেশিরাও আছেন।”

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *