November 29, 2024
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই টেস্টে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস।

হারারে স্পোর্টস ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৭ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচদিনের একমাত্র টেস্টটি।

দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা বিমান ভ্রমণ শেষে বুধবার হারারে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিন বিশ্রামের পর আজ (বৃহস্পতিবার) অনুশীলনও শুরু হয়েছে টাইগারদের।

টেস্টের জন্য বেশ শক্তিশালী দলই সাজিয়েছে জিম্বাবুয়ে। অধিনায়ক শন উইলিয়ামস ছাড়াও আছেন ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানোর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

জিম্বাবুয়ের ২০ সদস্যের টেস্ট দল
শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, চিসুরু তেন্দাই, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, গাম্বি জয়লর্ড, লুক জঙ্গি, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো, তেন্দাই চাতারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *