November 25, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না। কারণ, আমাদের রফতানি ও রেমিট্যান্স অনেক বেশি।

আমাদের পরিশোধ করার ক্ষমতাও অনেক বেশি।

বুধবার (১১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, আমরা চাই শ্রীলঙ্কায় দ্রুত স্থিতিশীলতা ফিরে আসুক। আমরা তাদের কিছু সহায়তা দিয়েছি। আরও সহায়তা দেওয়ার চিন্তা করছি। আমরা চাই শ্রীলঙ্কায় শান্তি ফিরে আসুক। আমাদের সব বন্ধু রাষ্ট্রগুলোতে স্থিতিশীলতা চাই আমরা।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনের সঙ্গে আমাদের অনেকগুলো চুক্তি হয়েছে। কিন্তু টাকা নেওয়া হয়নি। আমরা ঋণের বিষয়ে অত্যন্ত বিচক্ষণ। অনেক হিসেব করে আমরা ঋণ নিয়ে থাকি। আমাদের ঋণের মধ্যে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থা থেকে নেওয়া।

এর আগে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *