বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাকি দুইটি দেশ হলো ভারত ও পাকিস্তান।
বুধবার (২১ এপ্রিল) ওমান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
ওমান নিউজ এজেন্সি জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে এতিন দেশের নাগরিকদের আগামী ২৪ এপ্রিল থেকে আর ওমানে প্রবেশ করতে দেওয়া হবে না।
এছাড়া এতিন দেশের মধ্যে দিয়ে গত ১৪ দিন যারা ভ্রমণ করেছেন, তারাও ওইদিন থেকে ওমানে প্রবেশ করতে পারবেন না। তবে নিষেধাজ্ঞা থাকলেও ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যরা এর আওতামুক্ত থাকবেন।