November 29, 2024
জাতীয়

বাংলাদেশকে ২৩০ কোটি টাকা দিল ইইউ

সামাজিক নিরাপত্তা খাতে সংস্কার কাজের জন্য বাংলাদেশকে ২৩০ কোটি টাকা (২ কোটি ৪০ লাখ ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগিতার অংশ হিসেবে ইইউ এ অর্থ সহায়তা দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-এনএসএসএস বাজেট বাস্তবায়নে ইইউ এ অর্থ সহায়তা দিয়েছে। বাংলাদেশ সরকার ও  ইইউ-এর মধ্যে চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এ অর্থ দেয়া হয়েছে।

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেছেন, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি মোকাবিলায় জরুরিভাবে জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত ইইউ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *