November 24, 2024
বিনোদন জগৎ

বাঁ হাত দিয়েই খাওয়াদাওয়া করতে হচ্ছে পরীর

ডান হাতের আঙুলে চিড় নিয়ে হাসপাতালে ভর্তি হয়ছিলেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে হাসপাতালে যান তিনি।

চিকিৎসা শেষে রাতেই বাসায় ফিরেছেন পরীমণি।

জানা যায়, ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে তার। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে যান তিনি। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছেন। মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না। এ জন্য বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে তার।

পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটবে তার।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীমণির বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ। এতে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।

বসুন্ধরা নুডুলস নিবেদিত সরকারি অনুদান পাওয়া শিশুতোষ সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটির জন্য প্রথমবারের জন্য গান লিখেছেন এই লেখক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *