বাঁশের সাঁকোয় দুই ইউনিয়নের সংযোগ
পাইকগাছা প্রতিনিধি
ছোট ছোট উদ্যোগ ও পরিকল্পনা কখনো কখনো সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের মানুষের মধ্যে তৈরী করে সোহার্দের সেতু বন্ধন। যোগাযোগ ব্যবস্থাকে করে সহজ। এমন ছোট্ট একটি উদ্যোগ ও পরিকল্পনা বদলে দিয়েছে পাইকগাছা উপজেলার দ্বীপবেষ্টিত একটি এলাকার যোগাযোগ ব্যবস্থা। একটি বাঁশের সাকো দুই ইউনিয়নের মধ্যে সৃষ্টি করেছে সংযোগ। উপজেলার দেলুটী ইউনিয়ন অসংখ্য নদ-নদী ও দ্বীপবেষ্টিত হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য ইউনিয়নের তুলনায় অনেক খারাপ।
ইউনিয়নের গেওয়াবুনিয়া ও দীঘলিয়া গ্রামের মধ্যবর্তী স্থানে রয়েছে চকরি বকরি বদ্ধ জলমহল। এই জলমহল পারাপারে ভালো কোন ব্যবস্থা না থাকায় যাতায়াতে দুই গ্রাম সহ পাশ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের পরিকল্পনায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র বদ্ধ জলমহলের উপর নির্মাণ করা হয়েছে একটি বাঁশের সাকো। রোববার বাঁশের সাকোটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে দেলুটী ও লতা ইউনিয়নের সাথে সরাসরি সংযোগ সৃষ্টি হয়েছে। উপজেলা সদরে যাতায়াত সহজ হয়েছে। এলাকার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় বাঁশের সাকোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মনে করছে।
গেওয়াবুনিয়া গ্রামের নবকুমার মন্ডল জানান, আগে লতা এবং দেলুটীর মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ছিলো না। এর মাধ্যমে দুই ইউনিয়নের সংযোগ হয়েছে।
দীঘলিয়া গ্রামের হায়দার আলী মোড়ল জানান, লতা ও জিরবুনিয়া হাটে যাওয়া আসার জন্য বাঁশের সাকোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, বাঁশের সাকোটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে এর নীচ দিয়ে নৌকা যাতায়াত করতে পারবে। পাশাপাশি সাকো দিয়ে মটরসাইকেল, ভ্যান সহ হালকা যানবাহন চলাচল করতে পারবে। সাকো নির্মাণের আগে ট্রলার যোগে অথবা ৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এর ফলে একদিকে যেমন ভোগান্তি হতো অন্যদিকে অনেক সময় অপচয় হতো। সাঁকোর মাধ্যমে উপজেলা সদরের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে।
তবে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নিকট আমাদের দাবী যাতায়াত ব্যবস্থা আরো সহজ ও উন্নত করতে সাঁকোর স্থলে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রাণালয় থেকে একটি ব্রীজ নির্মাণ করা হোক।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ