December 25, 2024
জাতীয়

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যুর নিহত হওয়ার খবর দিয়েছে র‌্যাব। বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকার চেমটখালীতে এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে গোলাগুলিতে দেলোয়ার হোসেন (৩২) নামের এক দস্যু মারা যায় বলে র‌্যাব-৭ এর এএসপি মাশকুর রহমান জানিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বন্দুক ও ১৪৫টি গুলি উদ্ধার করা হয়।

এএসপি মাশকুর বলেন, র‌্যাব-৭ এর দলটি চেমটখালীতে নিয়মিত টহলে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা জলদস্যুরা গুলি ছুড়লে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পপরে তার নাম দেলোয়ার হোসেন বলে জানা যায়। র‌্যাবের এই কর্মকর্তার ভাষ্য, দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *