বর্ষাকে ‘গহনা’ উপহার দিলেন অনন্ত জলিল
দাম্পত্য সম্পর্ককে আরও রঙিন করে তুলতে নতুন বছরের শুরুতে দুই সন্তানকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবকাশ যাপন করছেন তারকা দম্পতি অনন্ত জলিল-আফিয়া নুসরাত বর্ষা।
নতুন বছরের শুরুতেই দুবাইয়ের বিপনী বিতান থেকে বর্ষার পছন্দসই ‘গহনা’ উপহার দিয়েছেন বলে জানান অনন্ত জলিল।
‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এ অভিনেতা দুবাই থেকে টেলিফোনে গ্লিটজকে বলেন, “দুবাইয়ের শপিংমলে ঘুরে ঘুরে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছি। বছরের প্রথম গিফট হিসেবে বর্ষাকে কিছু ‘গহনা’ উপহার দিয়েছি। প্রিয় মানুষকে উপহার দিতে আমার সবসময়ই ভালো লাগে।”
নববর্ষ উদযাপনে ২৯ ডিসেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সন্তানকে নিয়ে দুবাইয়ে উদ্দেশ্যে উড়াল দেন অনন্ত-বর্ষা।
কেনাকাটার পাশাপাশি দুবাইয়ের মিরাকল গার্ডেন, দুবাই বুর্জ খলিফাসহ বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেছেন বলে জানান অনন্ত জলিল।
শুক্রবারের ফ্লাইটে তারা ঢাকার পথে রওনা করবেন।
২০০৮ সালে একে অপরের প্রেমে পড়েন ঢালিউডের এ আলোচিত জুটি; গাঁটছড়া বাঁধেন ২০১১ সালে। আরিজ ও আবরার নামে তাদের সংসারে দুই ছেলে রয়েছে।