বর্ষবরণ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
পাইকগাছা প্রতিনিধি
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল, ওসি (তদন্ত) রহমত আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মুক্তিযোদ্ধা রণজিত সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, প্রভাষক ময়নুল ইসলাম, আবু সাবাহ, আব্দুর রাজ্জাক বুলি, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, রেজাউল করিম, শিক্ষক প্রদীপ শীল, সহকারী পলী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা ও গ্রাম আদালত প্রকল্পের মহিদুল ইসলাম। সভায় যথাযথ ও জাকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়।