বর্ধিত সভা সফল করার লক্ষ্যে জেলা আ’লীগের জরুরী সভা
আগামী ১৯ মে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভা সফল করার লক্ষ্যে গতকাল সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন- আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, হুইপ শ্রী পঞ্চানন বিশ্বাস এমপি, এ্যাড. সোহরাব আলী সানা, গাজী মোহাম্মাদ আলী, এ্যাড. মুজিবুর রহমান, এফ.এম. মাকসুদুর রহমান, বি.এম.এ সালাম, মোঃ সরফুউদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, মোঃ আসলাম খান, অধ্যক্ষ এ.বি.এম শফিকুল ইসলাম, এ্যাড. ফরিদ আহমেদ, আলহাজ্ব জোবায়ের আহমেদ খান, রফিকুর রহমান রিপন, ডাঃ তড়িৎ কান্তি ঘোষ, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, অধ্যাপক মিজানুর রহমান, এ্যাড. শাহ আলম, শেখ শহিদুল ইসলাম, ইঞ্জি: মাহবুবুর রহমান, খান নজরুল ইসলাম, আলহাজ্ব শেখ আবুল হোসেন, শেখ আকরাম হোসেন, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, মালিক সরোয়ার উদ্দিন, নূরে আলম জোয়াদ্দার, মুনসুর আলী খান, বিনয় কৃষ্ণ রায়, মোলা এমদাদুল হক, আব্দুল মজিদ ফকির, শফিকুর রিয়াজ জানু, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এম.এ. রিয়াজ কচি, জয়ন্ত রানী সরদার, শোভা রানী হালদার, ফারহানা হালিম, এফ.এম. অহিদুজ্জামান, কে.এম. আলমগীর হোসেন, মোলা আকরাম হোসেন, দীলিপ হালদার প্রমুখ।
সভার শুরুতে রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোহিত কুমার ধর, দিঘলিয়ার বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম মোস্তফা, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা স্বপন মজুমদারের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আগামী ১৯ মে সকাল ১০টায় ইউনাইটেড ক্লাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভা ও সন্ধ্যায় ইফতার মাহফিল সফল করার জন্য সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আহŸান জানানো হয়। সভায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এর সুস্থতা কামনা করা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী পঞ্চানন বিশ্বাস এমপি কে মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে খুলনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয় এবং সভায় উপস্থিত হুইপ পঞ্চানন বিশ্বাসকে জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।