বর্তমান সরকার খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান সরকার খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শুধু খুলনা মহানগরীর উন্নয়নে বর্তমান সরকার যে অর্থ বরাদ্দ দিয়েছে পূর্বের কোন সরকারের সময়ে তা পাওয়া যায়নি। খুলনাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুনজর থাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সক্ষম হচ্ছে।
সিটি মেয়র মঙ্গলবার সকালে নগরীর ছোট বয়রাস্থ আনিস নগরের শ্মশানঘাট খালপাড় রোডের (মনোয়ারা বেগম সড়ক) নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র ফলক উম্মোচন, ফিতা কাটা ও মোনাজাতের মধ্য দিয়ে সড়কটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সড়কটি নির্মিত হলে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ তাদের আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে’র ‘জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচী’র আওতায় ৭৬ লক্ষ ৩১ হাজার ৮ শ ৫৫ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ; খুলনা সিটি কর্পোরেন; যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এবং ইউএনডিপি সড়কটি নির্মাণে অর্থায়ন করেছে।
কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাষ, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, সমাজকর্মী বিমল কৃষ্ণ দাস, মোঃ মশিউর রহমান মিলন, শেখ জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ