বর্তমানে করোনার প্রভাব স্থিতিশীল হলেও আমরা শঙ্কামুক্ত নই
‘করোনার প্রভাব বর্তমানে স্থিতিশীল, তার মানে এই নয় যে আমরা শঙ্কামুক্ত’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে মাদারীপুরে দুর্যোগ মোকাবিলায় করণীয় এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, করোনার প্রভাব স্থিতিশীল হলেও আমরা শঙ্কামুক্ত নই। আমাদের সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া কেউ যদি আইন না মানে তাদের বিষয়েও আমরা কঠোর হবো।
তিনি আরও বলেন, যারা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রতিটি ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে যারা অসহায় দারিদ্র তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। আর যারা ত্রাণ নিয়ে অনিয়ম করে আত্মসাৎ করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে কাউকেই ছাড়া দেওয়া হবে না। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন।
শাজাহার খান বলেন, করোনা মহামারি আকার ধারণ করলেও সরকার সবদিক থেকে প্রস্তুত রয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের করণীয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, রাজৈর উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া প্রমুখ।