বর্ণমালা শিশু শিক্ষালয়ের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নগরীর ইকবাল নগর হাজী মেহের আলী রোডস্থ বর্ণমালা শিশু শিক্ষালয়ে শিশুদের চিত্রাংকন ও মা-বাবাদের সুন্দরহাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল ৫টায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয়। বর্ণমালা শিশু শিক্ষালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর আয়োজন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো.মনির হোসেন। স্বাগত বক্তৃতা করেন পরিচালক লায়লা পারভীন।
সভাপতি তার বক্তৃতায় বলেন, বর্ণমালা শিশু শিক্ষালয়টি অত্যান্ত সুনামের সাথে ১৬টি বছর পার করেছে। ১৭তে পা রাখলো। ২০০৪ সালে এর যাত্রা শুরু হয়। হাটি হাটি পা পা করে অনেক চড়াই উৎরাই পার করে সাফল্যের স্বর্ণ শিখরে পৌছেছে। প্রতি বছর সর্বোচ্চ সংখ্যাক শিশু ৩য় শ্রেণিতে বিভিন্ন সরকারি বিদ্যালয় ভর্তির সুযোগ পাচ্ছে। এটি একটি আদর্শ ও সুন্দর প্রতিষ্ঠান। তিনি বলেন, আজকের সুন্দর এ শিশুরা একদিন সুশিক্ষায় শিক্ষিত হবে। দেশ ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। তিনি এই ছ্ট্টো শিশুদের উজ্জল ভবিষ্যাত কামনা করেন।
প্রি-প্লে শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১১টি শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিত্রাংকন প্রতিযোগিতায় ৩৪৪ জন, সুন্দরহাতের লেখায় মা ১৩০ ও বাবা ২১৪জন অংশগ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতি বিভাগ থেকে ১ম থেকে ৩য় স্থান অধিকারী শিশুকে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রধান করা হবে। মা ও বাবাদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ১ম- থেকে ৩য় স্থান পর্যন্ত ৬জনকে বিজয়ী ঘোষনা করা হবে। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিশুকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। আগামী ২৫ জুলাই ফলাফল ঘোষনা করা হবে এবং আগামী ২ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজস্ব মিলনায়তনে পুস্কার বিতরণ করা হবে।