January 10, 2025
আঞ্চলিক

বর্ণমালা শিশু শিক্ষালয়ের পুরষ্কার বিতরণ

 

খবর বিজ্ঞপ্তি

বর্ণমালা শিশু শিক্ষালয়ের ১৬তম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন, তাদের অপেক্ষমান মা-বাবাদের সুন্দর হাতের লেখা, মায়েদের হাতের তৈরী পিঠা প্রতিযোগিতা ও ২০১৮ সালের শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ১০ম স্থান অধিকারী বেধাবী শিক্ষার্থী, তাদের মা-বাবা এবং শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকাল ৫টা সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করে সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির খুলনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম, সাবেক প্যানেল মেয়র মিসেস রুমা খাতুন ও বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। সভাপতিত্ব করেন বর্ণমালা শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন। স্বাগত বক্তৃতা করেন পরিচালক লায়লা পারভীন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীসহ ৯৭৬টি পুরষ্কার প্রদান করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *