বরিশাল সমিতির শোকসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার অন্যতম প্রতিষ্ঠাতা, মেজর ডোনার মেম্বর ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের বিশ্ববিদ্যালয় পড়–য়া একমাত্র পুত্র, সমিতির আজীবন সদস্য মেহেদী আল মালিক রাহিদের অকাল ইন্তেকালে সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর হোটেল আরাফাত মিলনায়তনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল জলিল খান কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় শুরু হওয়া শোক সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন এ্যাড. মুফতি শহীদুল ইসলাম। সভায় স্বাগত বক্তৃতা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন এবং সূচনা বক্তৃতা করেন সমিতির প্রতিষ্ঠাতা নেতা ও ভাইস প্রেসিডেন্ট মোঃ ফিরোজ আলম খান।
শোকসভায় মরহুমের জীবন ও কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমিতির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব অধ্যাপক ডাঃ নূরুল হক ফকির, কাজী নূরুল ইসলাম, সমিতির নেতা এ্যাড. মাহাতাব উদ্দিন, এ্যাড. আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এম এ সালাম, প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, আলহাজ্ব আমজাদ হোসেন, হুমায়ুন কবির খান, সাখাওয়াৎ হোসেন মনু, শিক্ষক আবুল কালাম, মোঃ মজিবর রহমান, আব্দুস সালাম মোল্লা, বিপ্লব কান্তি দাস, মোঃ সেলিম হাওলাদার, ডাঃ এন এম বাবুল, হুমায়ুর কবির বালি, খন্দকার খলিলুর রহমান, মোঃ মনির হোসেন প্রমুখ। সভায় দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার।